নাগরপুর- ঢাকা” বাস সার্ভিস (এসবি লিংক) উদ্বোধন

গতকাল সোমবার টাঙ্গাইলের নাগরপুরে ঢাকার সাথে সরাসরি বাস সার্ভিস(এস বি লিংক) উদ্বোধন করা হয়েছে। মামুদনগর নতুন বাজার হতে প্রতিদিন সকাল ৬.০০ ঘটিকা থেকে এস বি লিংক নামক বাস গাবতলী,ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাতেন বাহিনীর প্রধান আলহ্বাজ খন্দকার আবদুল বাতেন এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন ভূ-খন্ড পেয়েছি, পেয়েছি লাল-সবুজের পতাকা। আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বিধায় দেশ উন্নয়নের জোয়াড়ে ভাসছে।

এ সময় তিনি বর্তমান সরকারের মেয়াদকালে নাগরপুর-দেলদুয়ারে দৃশ্যমান উন্নয়নও তার বক্তব্যে তুলে ধরেন।

ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসবি লিংক মালিক সমিতির সড়ক সম্পাদক মো. আবদুল গণি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, বেগম মমতাজ খন্দকার, জনতা ডিগ্রি কলেজের প্রভাষক মো. মঞ্জুরুল আলম, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিকুল ইসলাম, মেহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, মামুদনগর নতুন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো. ময়নাল হক, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আবু তাহের ও শফিকুল ইসলাম শুকুর প্রমূখ।

সূত্র: নাগরপুর বার্তা- https://goo.gl/9KH1A2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here